ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জামালপুরে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৮:৩২ পিএম  (ভিজিট : ২৩৪)
নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

জামালপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই ঘটনা ঘটে। 

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন- ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (২৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)। দিশা মেলান্দহের জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক-চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া (১২) নামের এক শিশু।

স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী বলেন, দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যার পানিতে ডুবে মৃত্যু   জামালপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close