ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পদ্মায় ধরা ১০ কেজির বোয়াল ১৬ হাজারে বিক্রি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১১:২২ পিএম  (ভিজিট : ৩৪২)
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীতে নিরাঞ্জণ হালদার নামে এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে প্রকাশ্য নিলামে বোয়াল মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় ফরিদপুর জেলার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, সম্প্রতি সময়ে নদীতে পানি বৃদ্ধির কারণে জেলেদের জালে প্রতিদিন বড় আকারের রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙ্গাশ, ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পদ্মা নদী   জেলের জালে বড় বোয়াল মাছ   গোয়ালন্দ-রাজবাড়ী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close