ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বীজতলা তৈরিতে ব্যস্ত ফটিকছড়ির কৃষকরা
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:৫৭ পিএম  (ভিজিট : ৩৯৮)
দেশের খাদ্যশস্য উৎপাদনে রোপা আমন আবাদকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষকেরা আমন বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বীজতলা তৈরি ও বীজ বপনের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তারা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রায় ২২ হাজার ৩৯০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। সেই হিসাবে প্রায় ১ হাজার ৫৬৯ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। এছাড়া এক হাজার ৩০০ কৃষককে বীজ, সার ও কীটনাশক প্রণোদনা দেওয়া হয়েছে।

দৌলতপুর ইউনিয়নের পূর্ব ফরহাদাবাদ গ্রামের কৃষক আবদুল করিম জানান, ‘রোপা আমন আবাদের জন্য তারা বীজতলা তৈরি করছেন। ইতিমধ্যে যেসব জমিতে অন্য চাষাবাদ সেসব জমিতে যাতে ধান রোপণ করা যায় সে জন্য তারা দ্রুত বীজ বপন করছেন।’

রোসাংগিরি গ্রামের কৃষক সমুর রহমান বলেন, ‘প্রত্যন্ত এলাকার আবাদি জমির জন্য ইতিমধ্যেই প্রায় ৪০-৫০ ভাগ রোপা আমন বীজতলায় বীজ ছিটানো হয়েছে। যা আগামী এক সপ্তাহের মধ্যে বীজতলা থেকে বীজ তুলে জমিতে লাগানো সম্ভব হবে।’

একাধিক বীজ ব্যবসায়ীরা বলেন, ‘উপজেলার হাঁট-বাজারে রোপা আমন বীজের বিক্রি বেড়ে গেছে। সরকারের দেওয়া প্রণোদনাও অনেকে পেয়ে চাষাবাদ শুরু করেছেন।’

আর স্থানীয় কৃষকেরা জানান, রোপা আমন বীজের মূল্য তাদের নাগালের মধ্যেই রয়েছে। এছাড়া সরকারের দেওয়া প্রণোদনা পেয়ে তারা খুশি। ফলে এলাকায় রোপা আমন বীজের কোনো সংকট নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘মাঠে রোপা আমনের বীজতলা তৈরিতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। বীজের কোনো সংকট না থাকায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ সম্ভব হবে। এছাড়া ইতিপূর্বে এক হাজার ৩০০ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক   ফটিকছড়ি-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close