ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৪:৫৩ পিএম  (ভিজিট : ১৬৮)
কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের শিশু নাজমুল হাসান ( ৫) ও এবিসি ঘোনার জমিলা আক্তার (৩০)।

জানা যায়, রাতভর টানা বৃষ্টিতে ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতেই  ওই শিশু ও নারীর ওপর পড়ে। ঘটনার পরপরই স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর টিপু। তিনি জানান, সকালে পাহাড়ের কিনারা ভেঙে মাটিচাপা পড়ে নারী ও শিশু। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার পরিচয় জানা যায়নি।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close