ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধে কুবি শিক্ষার্থীরা
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৩:০৭ পিএম  (ভিজিট : ১৭৬)
সরকারি চাকরির সকল গ্রেডে এবং সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দুইপাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন জারি রাখার ঘোষণা দেন।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এসময় তারা 'ঝড়-বৃষ্টি আঁধার রাতে, আমরা আছি রাজপথে, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দেন।

বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থী আল-আমিন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের যে দাবি সেটি যৌক্তিক দাবি এতে কোনো সন্দেহ নেই। আর এই দাবি আদায়ে আমরা ঝড়-বৃষ্টি যাই আসুক আমরা একজায়গায় থাকবো, আমরা পিছু হটবো না।'

আরেক শিক্ষার্থী আসাদুজ্জামান জয় বলেন, 'আমরা এই আন্দোলন নিজেদের অধিকারের জন্য। নিজের অধিকার আদায়ে ঝড়-ঝাপটা, বৃষ্টি যাই আসুক আমরা সরবো না, আমাদের দাবি সরকার মেনে নেওয়াই আমাদের ফেরত পাঠানোর একমাত্র উপায়, এছাড়া আমরা ফিরবো না।'


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close