ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোটা বিরোধী আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:২৭ এএম  (ভিজিট : ৩৪২)
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ( ডাকসু) ভবনের সামনে জড়ো হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা  ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে ও নানান ধরনের ফেস্টুনসংবলিত মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। এখান থেকে তাদের মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করার কথা রয়েছে।

কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ’১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ১৮ এর পরিপত্র, বহাল করতে হবে’, সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ' সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে", 'কোটা না মেধা, মেধা মেধা' সহ নানা স্লোগান দেন।

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর মুখপাত্র নাহিদ হোসেন জানান, আজকের মিছিলের রুট ডাকসু ভবন থেকে শুরু হয়ে মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত যাবে।

এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আজ সারাদেশে সকাল সন্ধ্যা 'বাংলা ব্লকেড' কর্মসূচী ঘোষণা করেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। সড়ক ও রেলপথ এ অবরোধের আওতায় থাকবে।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close