ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

প্রতারণার মামলায় বাঁশখালীর সাবেক মেয়র গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৮:১৯ পিএম  (ভিজিট : ৩৫৮)
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌরসভার লক্ষ্মী স্কয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ জুলাই) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, ২০২৩ সালে সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা দায়ের করেন জামাল উদ্দিন নামের এক ব্যক্তি। একই বছর বৈলছড়ি এলাকার মহিউদ্দিনও ৪ লক্ষ টাকার পৃথক ২টি চেক প্রতারণা মামলা করেন ওই সাবেক মেয়রের বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, ‘চেক প্রতারণার মামলায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত (বাঁশখালী) তাকে পৃথক ৩ মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ চেক পরিমাণ (১১ লাখ ৭০ হাজার টাকা) অর্থদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং আজ (মঙ্গলবার) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, ‘৩টি চেক প্রতারণা মামলায় পরোয়ানা ভুক্ত আসামি সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চেক জালিয়াতি-প্রতারণা   বাঁশখালী পৌরসভা   বাঁশখালী-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close