ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:২৮ পিএম  (ভিজিট : ৩১৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে কাওসার আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কাওসার আহমেদ ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে উপজেলার ৯টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়। এতে বেলকা ইউনিয়নের সবকটি ওয়ার্ডও প্লাবিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে শিশু কাওসার বাড়িতে খেলাধুলা করছিলেন। এসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির দক্ষিণ পার্শ্বে জমে থাকা বন্যার পানিতে ডুবে যায়। পরে শিশু কাওসারকে পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে ডুবে কাওসার আহমেদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যার পানি   পানিতে ডুবে শিশুর মৃত্যু   সুন্দরগঞ্জ-গাইবান্ধা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close