ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোটা বিরোধী আন্দোলনকারীদের কমিটি গঠন
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮:০৬ পিএম  (ভিজিট : ৩১৮)
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ৬৫ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা দুইটার দিকে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর পক্ষ থেকে জানানো হয়, ‘কোটাবৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন সফল করার জন্য সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’

এখানে সমন্বয়ক হিসেবে ২৩ জনকে রেখেছেন তারা। অন্যরা সহসমন্বয়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের এখানে সমন্বয়ক ও সহসমন্বয়ক পদে রেখেছেন তারা।

রোববার (৭ জুলাই) চলমান চার দফা দাবি থেকে থেকে কোটা বিরোধী আন্দোলনকে এক দফা দাবিতে নিয়ে এসেছে আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি- সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রেখে সংসদে আইন পাস করার মাধ্যমে কোটা প্রথার সংস্কার করতে হবে।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close