ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ক্রিকেট খেললেন শিক্ষার্থীরা
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০:১২ পিএম  (ভিজিট : ৩৬৬)
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধের মাধ্যমে শুরু করেন পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। কর্মসূচিতে রাস্তা ব্লক করে ক্রিকেট খেলেন শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ছাত্রী হলের দিকে মিছিল নিয়ে যান। এসময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবোরধ করে।

এদিকে অবরোধের ফলে সড়কের দুইপাশ জুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হয় সমাবেশ স্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়।

স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা বলেন, “কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা” ইত্যাদি।

২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  কোটা আন্দোলন   মহাসড়ক অবরোধ   শাবিপ্রবি শিক্ষার্থীরা   




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close