ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭:৫৮ পিএম  (ভিজিট : ২০০)
নওগাঁর রাণীনগরে এক বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২ জুলাই) রাতে উপজেলার ভান্ডারা গ্রামের মসপুকুর এলাকায় মজিবর রহমানের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে বুধবার (৩ জুলাই) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি মজিবর।

পুকুর মালিক মজিবর রহমান জানান, গ্রামের পাশে মসপুকুর এলাকায় নিজের প্রায় এক বিঘার একটি পুকুরে রেণু পোনা ও শিং মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ চাষ করে আসছিলাম। মাছগুলো অনেক বড়ও হয়েছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় পুকুরের মাছে খাবার দিয়ে বাড়িতে চলে আসি। পরেরদিন বুধবার সকালে খবর পাই পুকুরের সব মাছ মরে ভেসে উঠছে। খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে পুকুরে বিষ প্রায়োগ করেছে। এতে দুর্বৃত্তের দেওয়া বিষে আমার পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ভুক্তভোগী মাছচাষি থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পুকুরে বিষ দিয়ে মাছ নিধন   রাণীনগর-নওগাঁ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close