ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাদারগঞ্জে হত্যা মামলায় কারাগারে চেয়ারম্যান, মুক্তির দাবিতে হরতাল
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৭:৪৮ পিএম  (ভিজিট : ২৫০)
সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কারারুদ্ধ রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে জেলার মাদারগঞ্জ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সকাল থেকে হরতাল পালন করছে তার সমর্থক ও স্থানীয়রা। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে তারা সড়কে নেমে হরতাল কর্মসূচি পালন করেন। 

আন্দোলনকারীরা জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলার শিকার হন সার ব্যবসায়ী নওশের আলী। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আন্দোলনকারীদের দাবি ওই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে ষড়ষন্ত্রভাবে অন্তর্ভুক্ত করা হয় রিমুর নাম। এ ঘটনায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন তিনি। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল সোমবার (১ জুলাই) আদালতে উপস্থিত হলে চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ। এরপর থেকেই রিমু’র মুক্তির দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা। 

এদিন দুপুরে হরতাল সমর্থনকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন। তবে এইচএসসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন ও পরীক্ষার কেন্দ্রগুলোতে হরতাল শিথিল করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা। 

কারারুদ্ধ রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান তার সমর্থকরা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কারাগারে উপজেলা চেয়ারম্যান   মুক্তির দাবি-হরতাল   জামালপুর-মাদারগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close