ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাদেক এগ্রোতে অভিযান, মিলল নিষিদ্ধ ১০ ব্রাহমা জাতের গরু
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১০:১৫ পিএম  (ভিজিট : ৩৯২)
ছাগলকাণ্ডে আলোচিত সেই সাদেক এগ্রোর সাভারের ফার্মে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় খামারটিতে দেখতে পাওয়া যায় নিষিদ্ধ ১০টি ব্রাহমা জাতের গরুর বাছুর। সোমবার (১ জুলাই) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নে ৭নং ওয়ার্ডে সাদেক এগ্রো ফার্মে অভিযান পরিচালনা করেন দুদকের ৯ সদস্যের একটি দল। এ দলের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

অভিযানের সময় খামারটিতে দেশে নিষিদ্ধ ১০টি ব্রাহমা গরুর বাছুর পাওয়া যায়। এছাড়াও রয়েছে আলোচিত সেই ছাগলটি। অভিযানে খামারের কিছু নথির খাতা পাওয়া গেছে সেগুলো বাজেয়াপ্ত করেছে দুদক।

এসময় ফার্মের দায়িত্ব থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন, আমি এই খামার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আমি মাত্র কিছুদিন হলো এখানে এসেছি। বর্তমানে আমার আন্ডারে ৩০ জন শ্রমিক এখানে কাজ করছে। আর ২৫০টি গরু আর ১২টি উট রয়েছে। আজ এখানে দুদকের লোকজন এসেছে তারা এসে সবকিছু দেখে কিছু খাতা জব্দ করেছে এবং এখানে গরু গুলো সব দেখে গেছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সাদেক এগ্রো-দুদকের অভিযান   ব্রাহমা জাতের গরু   সাভার-ঢাকা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close