ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সিলেটে দিনভর থেমে থেমে বৃষ্টি, বন্যার শঙ্কা
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫:৫৯ পিএম  (ভিজিট : ৩৬০)
সিলেটে আবারও শুরু হয়েছে অতিবৃষ্টি। দিনভর থেমে থেমে ঝরেছে বৃষ্টি। সোমবার (১ জুলাই) ভোররাত থেকে টানা বৃষ্টির ফলে বেড়েছে সিলেটের নদ-নদীর পানি। 

সিলেট আবহাওয়া অফিস সোমবার (১ জুলাই) সকালে জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সিলেটে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টি বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, পানি উন্নয়ন জানিয়েছে, সোমবার (১ জুলাই) সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি রয়েছে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার উপরে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, পূর্বাভাস অনুযায়ী সিলেটে চলতি সপ্তাহে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। সিলেট ও চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অতিবৃষ্টি   বাড়ছে নদ-নদীর পানি   সিলেট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close