ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

হিলিতে চোরাই বৈদ্যুতিক মোটরসহ আটক ২
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৭:১৮ পিএম  (ভিজিট : ৫৪২)
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাই বৈদ্যুতিক মোটরসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) রাতে হাকিমপুর হিলি পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চোরই বৈদ্যুতিক মোটরসহ দুজনকে আটক করে হাকিমপুর থানা পুলিশ। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন- হাকিমপুর হিলি পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার মাহাবুল হক এর ছেলে শহীদ নূরনবী (২৫) ওরফে (টেম্পু) ও একই এলাকার শফির উদ্দিনের ছেলে রমজান আলী (৩৫)।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম জানান, গত সোমবার (২৪ জুন) থানার মধ্য বাসুদেবপুর এলাকার জাহিদ হাসান তার জমিতে পানি সেচ দেওয়ার ১০ হর্সের পানির পাম্প (বৈদ্যুতিক মোটর) চোরেরা চুরি করে নিয়ে গেছে মর্মে থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনা মোতাবেক আমার নেতৃত্বে থানার এসআই সাদ্দাম হোসেন ও এসআই সুজা মিয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৫ জুন) রাতে প্রথমে থানার মধ্য বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদ নূরনবীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে একই এলাকায় চুরির মাল ক্রয়ের অভিযোগে রমজান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়ন ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা এজাহার কারীর চোরাই হওয়া ১০ হর্সের পানির পাম্প বৈদ্যুতিক মোটরসহ রমজান আলীকে হাতে নাতে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, আটককৃত আসামি ও তাদের সহযোগী চোরেরা পরস্পরের সহযোগিতায় তারা ট্রান্সফমার, নলকূপ, বাড়ির ড্রয়ার ভাঙ্গাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং আন্ত:জেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চোরাই বৈদ্যুতিক মোটর জব্দ   হিলি-দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close