ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফতুল্লায় তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুন
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৩:২৪ পিএম আপডেট: ২৬.০৬.২০২৪ ৩:৪৯ পিএম  (ভিজিট : ৫৭৭)
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী একটি ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্ফোরণে ট্রলারে থাকা তেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়। দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তথ্যটি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম জানান, ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল ভর্তি করা হচ্ছিলো। বিস্ফোরণে আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো কেউ নিখোঁজ আছেন কি না তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিলো। এসময় কয়েকজন শ্রমিক ট্রলারে রান্নাও করছিলেন। একপর্যায়ে প্রায় সবগুলো তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, ফায়ার সার্ভিসের কমপক্ষে আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা হচ্ছিলো। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আরো কেউ নিখোঁজ বা হতাহত আছেন কি না তা এখনও আমরা নিশ্চিত নই।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close