ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জ ধলেশ্বরী তীরে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ২:৩৮ পিএম  (ভিজিট : ২৭৮)
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় চলে দুপুর ২ টা পর্যন্ত।

এ সময় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের মইজুদ্দির খাবার হোটেল ও মুন্সিগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়সহ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। তিনি জানান, মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত  ১০৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে বুধবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। দুপুর ২ টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান তিনি।

তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close