ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

‘মাথা ন্যাড়া’ করে মতিউরের পালানোর গুঞ্জন, প্রমাণ মেলেনি আখাউড়ায়
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০:০৭ পিএম আপডেট: ২৪.০৬.২০২৪ ১০:১৩ পিএম  (ভিজিট : ৫৬৯)
এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান। ছবি: সংগৃহীত

এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান। ছবি: সংগৃহীত

গত কিছু দিন যাবত ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। স্থলবন্দরের সরকারি কয়েকটি সংস্থার (কামস্টস, বিজিবি ও ইমিগ্রেশন) কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে মতিউর রহমান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার কোন তথ্য তাদের কাছে নেই। গতকাল রোববারের আখাউড়া স্থলবন্দরের কামস্টস, বিজিবি ও ইমিগ্রেশনের বহিগমন লিপিবদ্ধ রেজিস্ট্রার খাতায় তল্লাশি করেও মতিউর রহমান ভারতে যাওয়ার কোন হদিস পাওয়া যায়নি।

সারাদেশে আজ (সোমবার) আলোচনায় ছিল মাথা ন্যাড়া করে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ছেড়েছে ছাগলকাণ্ডের আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান। সরেজমিনে সোমবার (২৪ জুন) আখাউড়া স্থলবন্দর গিয়ে কামস্টস, বিজিবি ও ইমিগ্রেশনের বিভিন্ন নথিপত্রে এমন কোন তথ্য পাওয়া যায়নি।

বিজিবি’র আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার রুহুল আমিন বলেন, এ পথে দিয়ে মতিউর রহমান ভারতে গেছে বলে আমাদের কাছে এ রকম কোন তথ্য নেই। 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, মতিউর রহমান আমাদের চেকপোস্ট ব্যবহার করে ভারতে যায়নি।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ূম তালুকদার বলেন, আমরাও শুনেছি মতিউর রহমান এ স্থলবন্দর দিয়ে ভারতে গমন করেছেন। তবে আমাদের কাছে এমন তথ্য প্রমাণ নেই যে তিনি এ পথেই ভারতে গেছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আখাউড়ায় স্থলবন্দর   আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close