ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পাটগ্রামে রাসেলস ভাইপারের আতঙ্ক
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:৪৭ পিএম  (ভিজিট : ৩৪৬)
লালমনিরহাটের পাটগ্রামে রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে।

রোববার (২৩ জুন) রাতে পাটগ্রাম পৌর শহরে ও উপজেলার জগতবেড় ইউনিয়নে একটি করে এ ধরণের সাপ পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। এতে পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক।

রোববার রাতে উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে যায় স্থানীয় লোকজন। একইদিন রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারের একটি দোকানের নিচ থেকে একটি সাপকে মেরে ফেলা হয়। স্থানীয়দের দাবি দুটি সাপই বর্তমানের আলোচিত রাসেলস ভাইপার সাপ।

ওই ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন সুমন বলেন, টংটিংডাঙ্গা বাজারে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার।

উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মেরে ফেলা সাপ দুইটি বিষাক্ত রাসেলস ভাইপার কি না এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সাপ দুটি জীবিত থাকা অবস্থায় দেখার সুযোগ হলে জানা সম্ভব হতো।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম জানান, রাসেলস ভাইপার কি না এটি নিশ্চিত করে বলতে পারছি না। এতে সবাইকে আতঙ্কিত না হয়ে সর্তক থাকতে হবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close