ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১১:৫১ এএম  (ভিজিট : ৫২৪)
দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া সার কারখানা যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ সরবরাহের জন্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা।

সোমবার (২৪ জুন) সকালে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় শ্রমিক কর্মচারীদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

বক্তারা জানান, গত ১৫ ই জানুয়ারি সোমবার বিকেলে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস।এর পর থেকে এই কারখানা বন্ধ হয়ে যায়। বর্তমানে কারখানা চালু করা না হওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। অন্যান্য কারখানার চেয়ে কম খরচে যমুনা সার উৎপাদন করা হয়েছে। কারখানা বন্ধ থাকলে যন্ত্রপাতি ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে যাবে।

জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গসহ ১৯ জেলায় যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ করা হয়।বিভিন্ন সময় গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টনে নেমে এসেছে সার উৎপাদন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close