ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাসেল ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো অজগর
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৮:৩৯ পিএম  (ভিজিট : ৪৪৬)
চট্টগ্রামের লোহাগাড়ায় রাসেল ভাইপার সন্দেহে আতঙ্কে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার (২১ জুন) দিনগত রাত ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফয়েজ আহমেদ নামের এলাকার এক ব্যক্তির বসতঘরের সামনে ছোট একটি মুরগির খামারে সাপটি দেখতে পান এক যুবক। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং রাসেল ভাইপার মনে করে অজগর সাপটিকে পিটিয়ে হত্যা করেন। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে বন বিভাগের লোকজন এসে নিশ্চিত করে যে এটি একটি অজগর সাপ।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমনটি ঘটছে। রাসেল ভাইপার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সাপকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। 

লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বনবিভাগকে খবর দেয়ার অনুরোধ জানান তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রাসেল ভাইপার আতঙ্ক   অজগর সাপ   সাতকানিয়া-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close