ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

অটোরিকশাকে বাঁচাতে গিয়ে খাদে বাস, চালক নিহত
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৭:১৬ পিএম  (ভিজিট : ৫৭২)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে দাউদকান্দি মুখী পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক মারা যান। এ ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত বাস চালক মনু মিয়া (৪৫) জেলার চান্দিনা উপজেলার ছাইকোড মিনার বাড়ির আহাম আলীর ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পুটিয়া নামক স্থানে কুমিল্লা থেকে ছেড়ে আসা দাউদকান্দি মুখী পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক মনু মিয়া মারা যান। এ ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   বাস চালকের মৃত্যু   দাউদকান্দি-কুমিল্লা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close