ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উব্দাখালী নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যার আশঙ্কা
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:৪০ পিএম  (ভিজিট : ৫৫২)
নেত্রকোনায় গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান কয়েকটি নদ-নদীর পানি বেড়েই চলেছে। এরমধ্যে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উব্দাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার পানি এসে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। এতে উপজেলার নিচু এলাকার গ্রামীণ অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। তবে বাড়ি-ঘরে পানি উঠেনি। নিচু এলাকা হওয়ায় প্রকৃতগতভাবে বর্ষাকালে অনেক গ্রামের মানুষ পানিবন্দি থাকে। ফলে নৌকাই তখন তাদের চলাচলের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে যায়। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাড়িঘরে পানি প্রবেশ করে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (১৯ জুন) বিকেল ৫টা পর্যন্ত উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানি লোকালয়ে না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, উব্দাখালী নদী ছাড়াও জেলার অন্যান্য প্রধান নদী কংশ, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওই নদ-নদীর পানি। 

নেত্রকোনা আবহাওয়া অধিদপ্তর অফিসের কর্মকর্তা মো. মামুন জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষাকাল থাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। 

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। তবে কিছু কিছু এলাকার গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। উপজেলার বিশরপাশা এলাকার ১২টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। এছাড়াও বন্যা মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিপদসীমার ওপরে নদীর পানি   বন্যার আশঙ্কা   উব্দাখালী নদী   নেত্রকোনা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close