ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ১২:২৩ পিএম আপডেট: ১৯.০৬.২০২৪ ২:৪৭ পিএম  (ভিজিট : ৩৯৩)
টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা নাগরিক ও ১ জন স্থানীয়। বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। 

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিন জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চার জন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে এক জন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের লাশ ভোরের সময় উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই উপজেলার পালংখালীতে বাড়ির দেওয়াল ধ্বসে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বুধবার ( ১৯ জুন) ভোররাতে ভারি বৃষ্টির কারণে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল করিম (১২) পালংখালী ইউপি'র ৪ নং ওয়ার্ড এলাকার শাহ আলম এর ছেলে। তাদের বসতবাড়ির দেওয়াল ভেঙ্গে নিহত হয়েছে করিম৷ মৃত আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অতি বৃষ্টির কারণে পালংখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও ঢালু জনপদের মানুষগুলো ভূমিধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চরম ঝুঁকিতে রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ করার পরেও গতরাতে দুর্ভাগ্যবশত বাড়ির সীমানা দেওয়াল ভেঙ্গে এক স্কুল ছাত্র নিহত হবার ঘটনা খুবই দুঃখজনক। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। পাহাড় ও ঢালুর আশে পাশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহবান জানানো হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close