ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পুলিশকে পিটিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ২:৪৬ পিএম  (ভিজিট : ৩১০)
গাজীপুরের কাপাসিয়ায় সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর করে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত আসামী ইজারাদার আমান উল্লাহকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) ভোররাতে টোক ইউনিয়নের বীর উজলী নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এম এ জলিল (৬৮) কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে উপজেলার উজলী গ্রামের মোহর আলী বেপারীর ছেলে। তার সহযোগী ফাইজ উদ্দিন (৫৫) একই গ্রামের আব্দুছ ছোবহানের ছেলে। ঘটনার পর থেকে উজলী দিঘির বাজারের ইজারাদার চেয়ারম্যানের ভাতিজা একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আমান উল্লাহ পলাতক রয়েছে।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর এবং ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনার অভিযোগে টোক ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিলসহ ২৩ জনের নামে পুলিশ মামলা (নং ১৯) দায়ের করে। এ মামলায় তাকেসহ তার এক সহযোগীকে ভোর রাতে গ্রেফতার করা হয়।

কাপাসিয়া থানার টোক পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুতফুল রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। টোক ইউনিয়নের উজলী দিঘির বাজারে পশুর হাট নিয়ে দগ্ধ নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ কনস্টেবল লাঞ্ছিত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করেন বলে জানা যায়।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান জানান, বুধবার (১২ জুন) বিকালে কাপাসিয়ার উজলী দিঘিরপাড় বাজারে ইজারা না নিয়ে গরুর হাট বসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইজারাদারকে ওই হাট সরিয়ে নিতে বলেন। বাজার সরিয়ে না নেওয়ায় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমান উল্লাহকে দণ্ড দেয়। পরে পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় টোক ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ জলিলসহ তার লোকজন পুলিশকে মারধর করে বাজারের ইজারাদার আসামী আমান উল্লাহকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর থেকে উজলী দিঘির বাজারের ইজারাদার চেয়ারম্যানের ভাতিজা একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আমান উল্লাহ পলাতক রয়েছে। তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন, ইজারা না নিয়ে বাজার বসানোয় উজলী দিঘিরপাড় বাজারের ইজারাদার আমান উল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই ঘটনায় এম এ জলিল চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close