ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পশু ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৮:১৮ এএম  (ভিজিট : ৩০৮)
মুন্সীগঞ্জের গজারিয়ায় পশু ডাক্তারের ভুল চিকিৎসায় একটি গরু মারা যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী খামারি জসিম উদ্দিন। তিনি জানান এই ঘটনায় তার ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, গত চারদিন আগে তার খামারের তিনটি গরুর পাতলা পায়খানার বিষয়টি খেয়াল করেন তিনি। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য মীরের গাঁও গ্রামের বাসিন্দা পশু ডাক্তার সোহেলকে খবর দেন। পশু ডাক্তার সোহেলের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়ানোর পর গত দুইদিন ধরে গরুগুলোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

সোমবার (১১ জুন) দুপুরে পশু ডাক্তার সোহেল তার গরুগুলোকে দেখার পর ব্যস্ততার কারণে ঔষধ না দিয়ে অন্যত্র চলে যান। কিছুক্ষণ পরে সৌরভ নামে একজনকে পাঠান তিনি। সৌরভ একটি গরুকে ইনজেকশন দেওয়ার সাথে সাথে গরুটি মারা যায়।

এই ঘটনায় তার প্রায় দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে তিনি অভিযুক্ত সৌরভের শাস্তি দাবি করেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close