ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চাঁদা না দেয়ায় কৃষকের জমি দখলের চেষ্টা, ফসল লুট
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৭:৫৬ পিএম আপডেট: ১০.০৬.২০২৪ ৭:৫৯ পিএম  (ভিজিট : ৪৩৭)
গাজীপুরের শ্রীপুরে বারতোপা গ্রামের চাঁদা না দেয়ায় সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখলের চেষ্টা ও জমিতে থাকা ফসল লুটের ঘটনা ঘটেছে। রোববার (৯ জুন) দুপুরের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক। 

ভুক্তভোগী আলিম মাহমুদ বলেন, পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় তিন বিঘা জমিতে একশ বছর যাবত কৃষিকাজ করে আসছি। জমিটি তিনটি রেকর্ডই আমাদের নামে রয়েছে। জমিতে নানা ফল ও সবজির চাষে জীবিকা নির্বাহের পাশাপাশি পারিবারিক চাহিদা মেটানো হয়। সম্প্রতি ফুলানিরসিট গ্রামের হাসান সোহেল উদ্দিন শাকিল ও সুমন মিয়া ওই জমিটির কিছু অংশ তাদের দাবি করে জমিটি দখলের হুমকি দেয়। বিষয়টি নিয়ে ২০২২ সালে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় তারা কোন প্রকার হাজির বা জবাব দেয়নি। সম্প্রতি ওই জমি বাবদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শনিবার (৮ জুন) জমিতে থাকা ১০ মণ আদা তুলে নিয়ে যায়। পরে রোববার (৯ জুন) সকালে আবারও হামলা চালিয়ে জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে ও ১৫০টি কাঁঠাল নিয়ে এবং তারা জমিটি দখলের চেষ্টা চালায়। 

এ বিষয়ে অভিযুক্ত হাসান সোহেল উদ্দিন শাকিল বলেন, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। আমরা রেকর্ড মূলে জমির দাবি করেছি। 

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চাঁদা দাবি   কৃষকের জমি দখল   ফসল লুট   শ্রীপুর-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close