ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মোংলায় জামানত হারালেন ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:০৯ পিএম  (ভিজিট : ৫৫২)
ষষ্ঠ উপজেলা পরিষদের শেষ নির্বাচনে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর মধ্যে চার জনই জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশের নিচে ভোট পেয়ে তারা জামানত হারান বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। 

তিনি জানান, রোববার (৯ জুন) অনুষ্ঠিত মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত হারান। 

জামানত হারানো ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- টিউবওয়েল প্রতীকের ওবাইদুল ইসলাম, চশমা প্রতীকের শাহজাহান সিদ্দিকী, টিয়া পাখি প্রতীকের জিহাদ সর্দার ও মাইক প্রতীকের আলামিন শেখ। 

ইলেকশন কমিশনের (ইসি) নীতিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতাকারীদের জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু তারা ১৫ শতাংশের নিচে ভোট পেয়ে জামানত খুইয়েছেন। এ জন্য জামানত হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া ৭৫ হাজার টাকা আর ফেরত পাবেন না তারা।

মোংলা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৫৯ হাজার ৩৮২ ভেট। জামানত রক্ষা করতে তাদেরকে ৯৪১ ভোট পাওয়ার কথা ছিল। এই উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   জামানত হারালেন প্রার্থী   মোংলা-খুলনা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close