ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

কালিয়াকৈরে গোডাউনের তালা ভেঙে মালামাল চুরি
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ৬:২৯ পিএম  (ভিজিট : ৩৮৬)
গাজীপুরের কালিয়াকৈরে গোডাউনের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ ঈদকে সামনে রেখে প্রতিরাতেই চুরি হচ্ছে। গত কয়েক মাসে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। তবে অভিযোগ হলেও কয়েক মাসেও চুরি হওয়া মালামাল উদ্ধার বা চোর সদস্যদের আটক করতে পারেনি পুলিশ।

রোববার (৯ জুন) ভোররাতে উপজেলার চাপাইর ইউনিয়নের পালোয়ান বাড়ি এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৯ জুন) ভোররাতে চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই পালোয়ান বাড়ি হারুন অর রশিদের গোডাউনের তালা ভেঙে সেনেটারি মালামাল চুরি করার এক পর্যায়ে ওই গোডাউনের মালিক টের পেয়ে যায়। এসময় চোর চোর চিৎকার করলে এলাকাবাসী আসার আগেই চোর সদস্যরা মালামাল ও পায়ের জুতা, চোরের যন্ত্রাংশ ফেলে দৌড়িয়ে পালিয়ে যায়। 

এলাকাবাসীর অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ হলেও কয়েক মাসে চুরি হওয়া মালামাল উদ্ধার বা চোর সদস্যদের আটক করতে পারেনি পুলিশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন, চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এদিকে পুলিশ বলছেন, প্রতিরাতেই টহল পুলিশ জোরদার বাড়ানো হয়েছে।

চাপাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, মেদীআশুলাই গত রাতে চুরি হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রতিটি গ্রামে টহল পুলিশের পাশাপাশি এলাকার লোকজন পাহারা দিচ্ছে। রাতে অপরিচিত গাড়ি গেলে তাদেরকে চেক করা হচ্ছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  তালা ভেঙে মালামাল চুরি   কালিয়াকৈর-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close