ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শ্বশুরবাড়ি ফেরার পথে ৩ মেয়েসহ গৃহবধূ নিখোঁজ
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৬:৩৪ পিএম  (ভিজিট : ৮১৮)
নিখোঁজ গৃহবধূসহ তিন কন্যা সন্তান। ছবি: প্রতিনিধি

নিখোঁজ গৃহবধূসহ তিন কন্যা সন্তান। ছবি: প্রতিনিধি

বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে ৩ মেয়েসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী খালেদা আক্তার রিতু (২৮) ও তার ৩ মেয়ে তাবাসসুম আক্তার (১০) তানিশা আক্তার (৭) এবং হুমায়রা আক্তার (৫)।

এ ঘটনায় শনিবার (৮ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর বাবা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ গৃহবধূর স্বামী আতাউর রহমান ভূঁইয়া জানান, গত রোববার তার স্ত্রী ৩ মেয়েকে নিয়ে আমাদের বাড়ি থেকে বিজয়নগর উপজেলার মিরাশানী বাবার বাড়ি বেড়াতে যায়। গতকাল সকালে দিকে তার স্ত্রী খালেদা আক্তার রিতু ৩ মেয়েকে নিয়ে আখাউড়ায় আমাদের বাড়ির উদ্দেশ্যে ওই এলাকার পরিচিত অটোরিকশা যোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে আসেন। পরে এই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত পরিচয় অন্য আরেকটি অটোরিকশাতে উঠে। পরে সন্ধ্যা হলেও আমার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে না পৌঁছালে আমার শ্বশুরকে ফোন করে জানতে পারি তারা সকালেই বাড়ির উদ্দেশ্য বেড়িয়ে এসেছেন। তখন আশপাশের আত্মীয়-স্বজন, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

অটো চালক সুমন জানান, আমি তাদের বাড়ির সামনে থেকে সিঙ্গাবিল বাজার পর্যন্ত নিয়ে আসি। পরে আখাউড়া বাইপাস পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় তুলে দেই।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এক গৃহবধূ ৩ সন্তানসহ নিখোঁজের একটি জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।

সময়ের আলো/আরআই 


আরও সংবাদ   বিষয়:  মেয়েসহ গৃহবধূ নিখোঁজ   আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close