ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৭:৫৬ এএম  (ভিজিট : ৩৩২)
প্রখ্যাত মার্কিন র‌্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসোত্তা। সেই সঙ্গে গায়কের বিরুদ্ধে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্তের অভিযোগ করেন তিনি। লরেনের অভিযোগ, কানইয়ে তাকে অশ্লীল বার্তা ও পর্ন ভিডিও পাঠাতেন।

এ ছাড়া লরেনের সঙ্গে ফোনে কথা বলার সময় কানইয়ে বিভিন্ন যৌন উসকানিমূলক কর্মকাণ্ডও করতেন। ২০২১ সালে লরেনকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন কানইয়ে। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা পাওয়া যাবে, এমন শর্তে লরেনের বার্ষিক বেতন নির্ধারণ করা হয় ১০ লাখ ডলার। লরেন র‌্যাপারের সঙ্গে কয়েকটি গানেও কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের দিকে লরেনের পদোন্নতি হয়। এর কয়েক দিন পরই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু প্রতিশ্রুত ৩০ লাখ ডলার তিনি পাননি।

গত বছরের নভেম্বরে কানইয়ের প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। ১৯৯৬ সালে ক্যারিয়ার শুরু করেন কানইয়ে ওয়েস্ট। ২৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার আছে তার ঝুলিতে।

সময়ের আলো/আরএস/ 








https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close