ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভারতে তাপপ্রবাহে দুই মাসে অন্তত ৫৬ মৃত্যু
হিট স্ট্রোক ২৫ হাজার
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:২৩ এএম  (ভিজিট : ২৭০)
মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে বেশ কয়েকটি তাপপ্রবাহে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়কালে সম্ভাব্য হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। খবর রয়টার্সের।

ওই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এর সময়কালে দেশটির মানুষ গরমে বেশি ভুগেছে মে মাসে, এ সময় রাজধানী দিল্লি ও নিকটবর্তী রাজ্য রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল।

বিপরীত চিত্র দেখা গেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিছু এলাকা বিপর্যস্ত হয়েছে। ঝড়টির প্রভাবে আসামে গত মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টি হচ্ছে আর ১৪ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স বলছে, স্থানীয় গণমাধ্যম সরকারি তথ্য উদ্ধৃত করে এসব খবর দিয়েছে।

গত শুক্রবার উত্তর প্রদেশ, বিহার ও ওড়িশায় তাপপ্রবাহের মধ্যে সম্ভাব্য হিট স্ট্রোকে নির্বাচনি কর্মকর্তাসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে ভারতের ন্যাশনাল সেন্টার অব ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) তথ্যের বরাত দিয়ে জানানো হয়, মে মাসে তাপজনিত ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয় এবং ১৯১৮৯ জন সম্ভাব্য হিট স্ট্রোকে আক্রান্ত হন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close