ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় রিমাল: ঝালকাটিতে বন্ধ এখনো ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৬:৪৮ পিএম  (ভিজিট : ৬৮২)
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম নাদের আলী মাধ্যমিক বিদ্যালয়। ছবি: সময়ের আলো

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম নাদের আলী মাধ্যমিক বিদ্যালয়। ছবি: সময়ের আলো

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো হাওয়া ও পানি বৃদ্ধিতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে জেলা জুড়ে। অন্যান্য ক্ষেত্রে যেমন ক্ষতি হয়েছে, তার চেয়ে শিক্ষাক্ষেত্রে কোন অংশই কম নেই। ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান এখনও বন্ধ রয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ঝড়ের এক সপ্তাহ পরে রোববার (২ জুন) থেকে ক্লাস শুরু করেছে। ঝড়ে বিধ্বস্ত হওয়ায় অবকাঠামো ধ্বংস, পানি বৃদ্ধিতে ফ্লোর স্যাঁতস্যাঁতে রয়েছে। অপরদিকে বিদ্যুৎ সংযোগ এখনও পৌঁছায়নি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির পরিমাণ ১ কোটি ৯ লাখ ৮৪ হাজার টাকা।

ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার রাজাপুর উপজেলায় ২৪টি, কাঁঠালিয়া উপজেলায় ১৯টি, সদর উপজেলায় ৫০টি এবং নলছিটি উপজেলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১০৭টি বিদ্যালয় ক্ষতি হয়। এসব প্রাথমিক বিদ্যালয় ভবনে গাছ পড়ে, চাল উড়ে যায় ও দরজা জানালা ক্ষতিগ্রস্ত হয়।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার বলেন, কোন বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়ে ক্লাস বন্ধ আছে কিনা সে তথ্য আমার জানা নেই। সকল ভবনই শত ভাগ পাকা থাকায় ক্লাস বন্ধ থাকার কথা নয়।

এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯৫টি। এরমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৫টি। এছাড়া মাদ্রাসা ও কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫টি। এরমধ্যে কাঠালিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত ৭টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এগুলো হলো বাঁশবুনিয়া বালিকা দাখিল মাদ্রাসা, জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসা, পূর্ব ছিটকী দারুসুন্নাত দাখিল মাদ্রাসা, ছিটকী নেছারিয়া আলিম মাদ্রাসা, পাটিখালঘাটা আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মহিষকান্দি ভায়লাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসা ও মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মাদ্রাসাটি দুমড়ে-মুচড়ে বিধ্বস্ত হয়ে গেছে। প্রতিষ্ঠানের আলমিরা, আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, চেয়ার, টেবিল, বেঞ্চ ও ব্লাক বোর্ড সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে।

পূর্ব ছিটকী দারুসুন্নাত দাখিল মাদ্রাসা সুপার মো. আ. সালাম জানান, মাদ্রাসার উপর গাছ পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এতে চেয়ার, টেবিল, বেঞ্চ ও ব্লাক বোর্ড ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এখন পাঠদান বন্ধ রয়েছে।

মহিষকান্দি ভায়লাবুনিয়া হাসিমিয়া দাখিল মাদ্রাসা সুপার সৈয়দ মো. মোয়াজ্জেম হোসেন, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। এছাড়াও চেয়ার, টেবিল, বেঞ্চ ও ব্লাক বোর্ড ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। 

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম নাদের আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার জানান, গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো হাওয়া ও পানি বৃদ্ধিতে বিদ্যালয়ের মারাত্মক ক্ষতি হয়েছে। গাছ পড়ে অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। শিক্ষার আনুষঙ্গিক কার্যক্রম, আসবাবপত্র, আলমারি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচা ফ্লোর পানিতে ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়েছে। শ্রেণিকক্ষ এখন পাঠদানের উপযোগী হয়নি। অন্যত্র পাঠদান করাচ্ছি। সর্বোপরি বিদ্যালয়ের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন জানান, আমাদের জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে কাঠালিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত ৭টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। তা খুব শীঘ্রই ক্লাস চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম নাদের আলী মাধ্যমিক বিদ্যালয়। ছবি: সময়ের আলো
 
সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ঘূর্ণিঝড় রিমাল   স্কুলে ক্ষয়ক্ষতি   শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ   ঝালকাটি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close