ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আগুনে ভস্মীভূত রোহিঙ্গা ক্যাম্পের ২ শতাধিক ঘর
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:১৯ পিএম  (ভিজিট : ৫১৮)
নাইক্ষ‌্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী উখিয়া তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কক্সবাজার, রামু ও টেকনাফের দমকল স্টেশনকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠাল গাছতলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮-এপিবিএনর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠাল গাছতলা বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী আরও দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণে আছে জানিয়ে এপিবিএনর এই অধিনায়ক বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। আগুনের সূত্রপাতের পাশাপাশি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মোহাম্মদ আমির জাফর।

তবে স্থানীয়দের বরাতে আরও জানা গেছে, অন্তত দুই শতাধিক বস্তিঘর ও ৪০টি দোকানগৃহ পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করেন।

প্রসঙ্গত, এরআগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল তিন শতাধিক বসতঘরসহ নানা স্থাপনা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা ক্যাম্পের আগুন   নাইক্ষ‌্যংছড়ি-বান্দরবান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close