ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিলেটে বন্যার কিছুটা উন্নতি, নতুন কিছু এলাকা প্লাবিত
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৪:৫২ পিএম আপডেট: ০১.০৬.২০২৪ ৪:৫৬ পিএম  (ভিজিট : ৪৬৩)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা, কুশিয়ারাসহ সকল নদনদীর পানি ১ থেকে ৩ সেন্টিমিটার কমেছে আগের দিনের তুলনায়। শনিবার (১ জুন) দুপুরে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৪ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

এদিকে বন্যা সিলেটে বন্যা কবলিত ৭ উপজেলায় প্রায় ৫ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। তবে পানি কমতে থাকায় নতুন করে আশ্রিতের সংখ্যা বাড়ছে না।

উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সিলেটের নদনদীর পানি কমলেও হাওরে পানির উচ্চতা কমছে ধীরগতিতে। নতুন করে সিলেট নগরীর নদী তীরবর্তী কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। উজানে বৃষ্টিপাত না হলে সপ্তাহ খানেকের মধ্যে পানি নেমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সিলেটে বন্যা পরিস্থিতি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close