ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যুবক নিখোঁজ
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৭:১১ এএম  (ভিজিট : ৩৭০)
কিশোরগঞ্জের ভৈরব মেঘনা রেলসেতুতে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে তানভির মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। 

গতকাল শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে ভৈরব রেলসেতুতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তানভির মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামের মো. মেরাজ মিয়ার ছেলে। 

নিখোঁজ তানভিরের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর চারটায় তানভীরের মালয়েশিয়া যাবার ফ্লাইট ছিলো। অনিবার্য কারণে তার ফ্লাইট বাতিল হয়। আগামী ৭ জুন পুনরায় ফ্লাইটের তারিখ বলে জানিয়ে দেওয়া হয়। তাই ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রামমুখি উপকূল এক্সপ্রেস ট্রেনে করে বাবার সঙ্গে করে বাড়ি ফিরছিলেন তানভীর। ভেতরে প্রচন্ড ভীড় ও তীব্র গরম থাকায় বাতাস লাগার জন্য দরজায় বসেছিলেন তিনি। ট্রেনটি মেঘনা রেলসেতু অতিক্রম করার সময় ট্রেন থেকে ছিটকে নদীতে পড়ে যান তানভির। কিছুক্ষণ পর বাবা জানতে পারেন তার ছেলে নদীতে পড়ে গিয়েছেন। 

স্থানীয় লোকজন, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম একসঙ্গে উদ্ধার অভিযান চালান। অনেকক্ষণ অভিযান চালিয়েও কোনো সন্ধান মেলেনি তানভীরের। পরে অন্ধকার নেমে এলে নদীতে কিছু দেখা না যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মুসা মিয়া বলেন, আমরা নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ডুবুরি নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তার কোনো সন্ধান না পাওয়ায় অন্ধকারের জন্য অভিযান স্থগিত করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সন্ধানের জন্য অভিযান চালালে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close