ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শ্রীপুরে আগুন পুড়লো ১৮ টিনের ঘরসহ আসবাব
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:৩৮ পিএম  (ভিজিট : ৪৪০)
গাজীপুরের শ্রীপুরে আগুনে বসত বাড়ির ১৮টি টিনশেড ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া (নয়নপুর) এলাকার কয়েস মিয়ার ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বাড়ির মালিক কয়েস মিয়া জানান, মাওনা উত্তরপাড়া গ্রামের ২৪টি টিনশেড কক্ষ তৈরি করে তা স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার বাড়িতে আগুন লাগার খবরে তিনি ঘটনাস্থলে আসেন। এসে দেখেন আগুনে তার ১৮টি টিনশেড কক্ষ পুড়ে গেছে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মেঘনা কারখানার নিজস্ব অগ্নিনির্বাপকের পানি সরবরাহ করা হয়। তাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। ঘর ভাড়া নেয়া শ্রমিকরা কারখানায় ডিউটিরত থাকায় আগুনে বসত ঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ বসত ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। কোন মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া আ. রহিম জানান, উত্তর পাশের কোণের কক্ষে প্রথমে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, বসত বাড়িতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আগুন পুরোই নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  টিনের ঘরে আগুন   শ্রীপুর-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close