ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গুরুদাসপুরে আহম্মদ আলী মোল্লা, বড়াইগ্রামে বাবলু
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:২১ পিএম  (ভিজিট : ৩৪৪)
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নাটোরের গুরুদাসপুর উপজেলায় ঘোড়া প্রতীকের আহম্মদ আলী মোল্লা ও বড়াইগ্রামে আনারস প্রতীকের মোয়াজ্জেম হোসেন বাবলু বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাত ১১টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন।

গুরুদাসপুরে আহম্মদ আলী মোল্লা ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিয়ার রহমান (আনারস) নিয়ে ১৯ হাজার ৯০৩ ভোট পান। আহম্মদ আলী মোল্লা নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম শরিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা আক্তার মিতা বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৩০%।

অন্যদিকে, বড়াইগ্রাম উপজেলায় আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়া-কলম প্রতীকের আনিছুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৬৩৪ ভোট। এছাড়া তালা মার্কা নিয়ে রেজাউল করিম ভাইস চেয়ারম্যান ও কলস প্রতীকের চামেলী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৩৭%।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close