ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চন্দনাইশে জসিমের অভিষেক, ভাইস চেয়ারম্যানে ফারুকীর হ্যাট্রিক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১১:৪৩ পিএম  (ভিজিট : ৬০০)
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদে নাগরিক কমিটির চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদ (মোটরসাইকেল) ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট। 

আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম দেব (উড়ো জাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট, আওয়ামী লীগ সমর্থিত অপর প্রার্থী একরাম হোসেন (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় খালেদা আকতার চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, চন্দনাইশে ৬৮ কেন্দ্রে ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের মধ্যে ৬০ হাজার ৭১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে চন্দনাইশে ৩১.৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   তৃতীয় ধাপের ফলাফল   আনোয়ারা-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close