ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৯:৪৪ এএম  (ভিজিট : ৩১৬)
পটুয়াখালীর কুয়াকাটায় রিমালের তাণ্ডবে মৃত একটি চিত্রা হরিণ ভেসে এসেছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে একটু পশ্চিমে মৃত হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের খবর দিলে তারা এসে উদ্ধার করে মাটি চাপা দেন।

হরিণটি সুন্দরবন থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের বাঘ, হরিণ ও বানরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ব্যাপক প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করছে বনবিভাগ।

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালীর সদস্য কেএম বাচ্চু বলেন, ‘আমরা মৃত হরিণটি উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় মাটি চাপা দিয়েছি। এটি একটি পুরুষ চিত্রা হরিণ। আমার জানামতে এখন পর্যন্ত ৪০টি হরিণের মৃতদেহ পাওয়া গেছে।’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আমাদের ধারণা ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে পানির অস্বাভাবিক চাপ থাকায় হরিণটির মৃত্যু হয়েছে।’


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close