ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চুরি হওয়া ডলারের মধ্যে ৩৬ হাজার মিলল সেপটি ট্যাংকে
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:৩৫ পিএম আপডেট: ২৪.০৫.২০২৪ ৫:৪১ পিএম  (ভিজিট : ৮৬৪)
৪০ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশের হাতে ওই চোরকে আটকসহ চোরের বাড়ি রায়পাড়া সদরদী গ্রামের টয়লেটের সেফটি ট্যাংক থেকে ডলার গুলো উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ মে) সকালের ঘটনায় আটক চোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  

অভিযুক্ত মেহেদেী হাসান তামিম ভাঙ্গা উপজেলার পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে।

আটকের বিষয়ে ভাঙ্গা থানার এস. আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম। কাজ করার এক ফাঁকে ইঞ্জিনিয়ারে ছোট ভাই অস্ট্রেলিয়া পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লক্ষ। তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসে। 
ডলার চুরির মূলহোতা মেহেদী হাসান তামিম। ছবি: সংগৃহীত

ডলার চুরির মূলহোতা মেহেদী হাসান তামিম। ছবি: সংগৃহীত


পরে তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ (শুক্রবার) সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকই মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চুরিকৃত ডলার উদ্ধার   ভাঙ্গা-ফরিদপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close