ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হেলিকপ্টারে না আসলে ডিগবাজি দিয়ে নবীনগরে আসতাম: জায়েদ খান
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ১১:১৮ পিএম  (ভিজিট : ৮২৪)
নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। এবার তিনি হেলিকপ্টারে চড়ে নবীনগরে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম করতে আসেন। রোববার (১৯ মে) বিকেলে চিত্রনায়ক জায়েদ খান ফিতা ও কেক কেটে রসুল্লাবাদ বাজারের ইজি ইলেকট্রনিক্স নামের একটি শোরুম উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে দর্শকদের উদ্দেশ্যে জায়েদ খান বলেন, আকাশের বৈরি আবহাওয়া কারণে পাইলট না আসতে পারার শঙ্কায় ছিলাম, তবে আমি বৈরি আবহাওয়ায় হেলিকপ্টারে না আসতে পারলেও ডিগবাজি দিয়ে আপনাদের এলাকায় চলে আসতাম শোরুম উদ্বোধন করতে।

এসময় তিনি বিভিন্ন ঘটনার ইস্যু সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন গণমাধ্যমে দেখে যে ধারণা জন্মেছিল নবীনগরে এসে তা পাল্টে গেছে বলে জানান।

ইজি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বাবু বলেন, দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান শোরুমটির ফিতা কেটে উদ্বোধন করায় আমি অনেক আনন্দিত। দেশের টাকা দেশে রাখার জন্য অবশ্যই যমুনার পণ্য কিনতে আগ্রহী হবে ক্রেতাগণ।

আলোচিত নায়ক জায়েদ খান উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান যমুনা গ্রুপের পণ্য যমুনা ইলেকট্রনিক্স ইতিমধ্যে দেশ এবং দেশের বাহিরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি রসুল্লাবাদ তথা নবীনগর এলাকাবাসীর ইজি ইলেকট্রনিক্স থেকে যমুনার ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করবে। দেশের টাকা দেশে রাখতে অবশ্যই যমুনার পণ্য ক্রয় করবেন এখানকার ক্রেতা সাধারণ। 

এ সময় উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মো. সাজিদুল ইসলাম, ডিরেক্টর অব মার্কেটিং মো. সেলিম, সেলস এন্ড মার্কেটিং ডিজিএম মাকসুদুল ইসলাম প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  যমুনা ইলেকট্রনিক্স   শোরুম উদ্ধোধন   চিত্রনায়ক-জায়েদ খান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close