ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৫:৪০ পিএম  (ভিজিট : ৩২৬)
সাতক্ষীরা সীমান্ত থেকে তিন পিস স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকা স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ চোরাচালানি মোসাম্মৎ হাসিনা খাতুন (৪৬) সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের আইয়ুব আলির স্ত্রী। 

উদ্ধার হওয়া ৩টি স্বর্ণের বারের ওজন ২৪২ গ্রাম ৩০০ মিলিগ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ ৩৬ হাজার টাকা।

বিজিবি সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরারস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দল লক্ষীদাড়ি সীমান্তের ভেড়িবাঁধের দিকে যাওয়ার সময় হাসিনা খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তিন পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ভোমরা বিওপির নায়েক সুবিদার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close