ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৪:৫০ পিএম আপডেট: ১৩.০৫.২০২৪ ৪:৫৬ পিএম  (ভিজিট : ৪২৪)
মাদারীপুরে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

রোববার (১২ মে) দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার  দিবাগত রাত দুইটার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে বাড়ির সবার হাত পা বেঁধে ফেলে। পরে আলমারী ও ড্রয়ার ভেঙ্গে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল। পরে ভুক্তভোগীদের চিৎকার আশে পাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, এক সাথে ১০-১৫ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়, সেখান গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এসময় সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। আমার সারাজীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই, পাশাপাশি আমার খোঁয়া যাওয়া সব সম্পত্তি ফেরতও চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close