ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন কিশোর রায় চৌধুরী
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:০৪ এএম  (ভিজিট : ৯৮২)
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি।

জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পত্র ও প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৪ টি কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন‌ ১৯ হাজার ৯ শত ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম‌ এ মোঈদ ফারুক পেয়েছেন ১৫ হাজার ১শত ৮৮ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন ১২ হাজার ৩ শত ৬৩ ভোট।

বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, উপজেলায় ৩৯ শতাংশ ভোট পড়েছে।‌

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে জুয়েল আহমেদ ২১ হাজার ৩শত ২৮  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকে আব্দুস শহীদ পেয়েছেন ১৩ হাজার ২শত ৭৯ ভোট। 

ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯ হাজার ৫শত ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে রঞ্জিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭শত ৭৯ ভোট।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close