ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুমিল্লার ৩ উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:৫৮ এএম  (ভিজিট : ১৪৬৬)
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে কুমিল্লার তিন উপজেলার মধ্যে দুই উপজেলায় নতুন মুখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। শুধু মেঘনা উপজেলায় বিএনপি থেকে  সদ্য বহিষ্কৃত নেত্রী দিলারা শিরিন টানা তিনবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন।

মনোহরগঞ্জ ও মেঘনায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন দুই নতুন মুখ আবদুল মান্নান ও তাজুল ইসলাম তাজ। অন্যদিকে লাকসামে সাবেক দুইবারের চেয়ারম্যান ইউনূস ভুঁইয়া পুনরায় নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের মতো কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উপস্থিত বাড়তে থাকে।

বুধবার (৮ মে) রাত ৯টার দিকে তিন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।

মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম তাজ। তিনি পেয়েছেন ১৮ হাজার ৬০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম ১৮ হাজার ৩০৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী দিলারা শিরিন ২০ হাজার ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দিলারা শিরিন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তিনি ঘোড়া প্রতীকে ৭০ হাজার ৩৪৮ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে আমিরুল ইসলাম ৭৯ হাজার ৬৮৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিনা আক্তার ৭৫ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

লাকসাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ইউনুস ভূঁইয়া নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মহব্বত আলী তালা প্রতীকে ৮৯ হাজার ৬৫১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে পড়শী সাহা ৮৪ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত,প্রথম ধাপে কুমিল্লার মেঘনা,মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লাকসাম এই চারটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোট গ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন(ইসি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাইকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাওয়ায় সোমবার (৬ মে) রাতে নির্বাচন স্থগিত করা হয়। মেঘনা,মনোহরগঞ্জ ও লাকসাম এই তিনটি উপজেলার নির্বাচন যথাসময়ে (৮ মে) বুধবার অনুষ্ঠিত হয়েছে।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close