ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৫:২৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২৪ ৫:২৯ পিএম  (ভিজিট : ৪৩১)
হবিগঞ্জে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকাল সাড়ে ৩টার দিলে আনারস মার্কার প্রার্থী মো. ইকবাল হোসেন খানের সমর্থকরা জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এসময় মোটরসাইকেল মার্কার প্রার্থী আবুল কাশেম চৌধুরীর লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সামছুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মোটরসাইকেল মার্কার প্রতিনিধি আবুল কাশেম চৌধুরী জানান, আনারস মার্কার প্রার্থীর লোকজন ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এবিষয়ে প্রিজাইডিং অফিসার রাফিউল হক খান জানান, ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close