ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আবাদি জমিতে পুকুর খনন, পৌর কাউন্সিলর গ্রেফতার
প্রকাশ: রবিবার, ৫ মে, ২০২৪, ৫:২৩ পিএম  (ভিজিট : ৪৩৬)
পৌর কাউন্সিলর আবুল কালাম। ছবি: সংগৃহীত

পৌর কাউন্সিলর আবুল কালাম। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় অবৈধভাবে আবাদি জমিতে পুকুর খনন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এপএলপি স্কিমের ১ হাজার মিটার ভূগর্ভস্থ নালা বিনষ্টের ঘটনায় আবুল কালাম নামে পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মে) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আবুল কালাম উপজেলা শৈলমারী এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি সিংড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর। এর আগে এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার নির্দেশে পৌর ইউনিয়ন ভূমি উপ-সহকারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা জানান, সিংড়া পৌরসভার পাটকোল মৌজার শৈলমারী বিলে দীর্ঘদিন ধরে স্থানীয় শামসুর রহমান শরীফ (৪০), ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম (৫৫), মো. শাহিন (৪০), মো. আমদ আলী (৫০) যোগসাজস করে ভূমির শ্রেণি পরিবর্তন করে ভেকু মেশিন দিয়ে আবাদি জমিতে পুকুর খনন করে আসছিল। এরআগে ওই পয়েন্টে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান পরিচালনা করে ভেকু মেশিন জব্দ করে। তবে অভিযানকালে পুকুর খননকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা সম্ভব হচ্ছিল না। এরই এক পর্যায়ে গত ৩ মে রাতের বেলায় মাটি খননকারীরা পুনরায় পুকুর খনন শুরু করে। 

বিএডিসির কর্মকর্তাদের দাবি, অবৈধভাবে পুকুর খননের ফলে বিএডিসির এপএলপি স্কিমের ১ হাজার মিটার ভূগর্ভস্থ নালা বিনষ্ট হয়। এতে প্রায় ৬ লক্ষ টাকার সরকারি ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ নালার ক্ষতি হওয়ায় সেচ কার্য বাধাগ্রস্ত হচ্ছিল। এর প্রতিকার চেয়ে বিএডিসির সরকারি প্রকৌশলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। এর প্রেক্ষিতে গতকাল (শনিবার) ইউএনওর নির্দেশে পৌর ইউনিয়ন ভূমি উপ-সহকারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে গতকাল (শনিবার) রাতে কাউন্সিলর আবুল কালামকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী অফিসার রতন কুমার জানান, দায়েরকৃত মামলায় দুটি ধারায় আবুল কালামকে শৈলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আবাদি জমিতে পুকুর খনন   পৌর কাউন্সিলর গ্রেফতার   নাটোর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close