ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দলীয় নির্দেশনা অমান্য করে লালপুরে ভোটের মাঠে এমপির ভাতিজা
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৮:১৩ পিএম  (ভিজিট : ৮৯৬)
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে নাটোরের লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের সন্তান শামীম আহমেদ সাগর। এতে উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৮ এপ্রিল দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি তারা কারও পক্ষে কাজও করতে পারবেন না, এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

জানা গেছে, এমপি ভাতিজা শামীম আহমেদ সাগর লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী তিনি সহ ৬ জন।

এ ব্যাপারে শামীম আহমেদ সাগর জানান, আমি ২০ বছর ধরে মাঠে আছি। দুই তিনবার জাতীয় নির্বাচনের মনোনয়ন চেয়েছি পায়নি, উপজেলা নির্বাচন করার যোগ্যতা আমার আছে। এমপির আত্মীয় এই ক্যাটাগরিতে আমি পড়িনা, আমি ওবায়দুল কাদের ও এসএম কামাল সাহেবের সাথে কথা বলেছি আমার ক্ষেত্রে এ বিষয়ে কোন বারণ নেই।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ জানান, সাগর দলের সাধারণ সম্পাদক। আগামীতে তার অফুরন্ত সুযোগ আছে, দলীয় সিদ্ধান্ত মেনে রাজনীতির মাঠে শ্রম বিনিয়োগ করলে নিশ্চয় জননেত্রী শেখ হাসিনা তাকে ভবিষ্যতে মূল্যায়ন করবে।

এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, যেহেতু মনোনয়ন প্রত্যাহারের সময় আছে, তাই এর আগে কোন মন্তব্য করার সুযোগ নাই। আগের সিদ্ধান্ত তো আছেই, আগামী ৩০ এপ্রিল কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি মিটিং আছে, সে মিটিংয়ে পরিষ্কার করে সব জানা যাবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   দলীয় নির্দেশনা অমান্য   লালপুর-নাটোর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close