ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১০:৪০ পিএম  (ভিজিট : ২৮৮)
চট্টগ্রামের জিইসি থেকে নাসিরাবাদ এলাকার সড়ক ও সড়কের দুইপাশে ফুটপাত ও নালার উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জিইসি মোড়, মেহেদীবাগ ও নাসিরাবাদ চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযানটি লাইভ সম্প্রচার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, এই অভিযানে আমরা সড়ক, ফুটপাত ও নালার জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছি। এ অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি। 

অন্যদিকে অভিযান প্রসঙ্গে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমরা নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করছি। হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বেষ্টিত এ এলাকায় জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

হকারদের নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনতে মেয়র রেজাউল করিমের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অবৈধ স্থাপনা উচ্ছেদ   চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close